নদীর পাড়ের রাজকন্যা, হাতে চন্দ্র কলা
নিয়া গেছে ঘুমের কাঠি, ভয় দেখিয়ে ফলা।
রাজা নিদ্রায়,রনি নিদ্রায়, নিদ্রায় দরবার,
নাজানি রাজ্যে নেমেছে কোন শয়তানের কারবার।
ঘরবন্ধি রাজ কন্যা ভাবে একেই কথা,
নদী পেরিয়ে রাজকুমার কবে আসবে হেতা।
আনবে কাঠি, টেকাবে মাথায়, ভাঙবে রাজ্যের ঘুম,
কবে আবার রাণী সাজবে নিয়ে কুমকুম।
হটাৎ করে ঘুম ভাঙলো, শুনে বৃষ্টির শব্দ
তাকিয়ে দেখি কুড়ে ঘরে হয়েছে বৃহৎ ছিদ্র।
সবেই ছিলো স্বপ্ন, সবেই মনের ভুল,
গরীবের ঘরে ভাত জোটেনা আবার নদীর অকূল।
মনে হয় কি আছে কি আছে পারে,
তেরোটা নদী পার হলে দেখতে পেতাম তারে।
যদি স্বপ্নটা হতো সত্যি, পেতাম দুই মুঠো ভাত,
থেকে যেতাম রাজার দ্বারে, হয়ে রাজার দাস।