নিয়ে চল ওই পূণ্য স্থলে, ইচ্ছে পূরণ হবে গেলে
সে তো, রয়েছে অনেক দূরে, তবুও চল পা চালিয়ে।
রাস্তার মধ্যে কত বাধা,আছে শত অনুতাপের কাদা,
আঁকড়ে ধরবে পায়ের পাতা,দেখবি কত কাটা গাঁথা।


আদৌ আছে কল্পতরু, ধ্যানধারণা গুলি হবে সরু,
সকল দম্ভ বাইরে রেখে,ওই যে ইচ্ছে তরুর পথ শুরু।
তরুর ছায়ায় তৃষ্ণা ক্ষরণ,বাইরে শুধু মায়ার আবরণ,
ছায়া তলে পাবি শান্তি, আসবে মনে অবাক ক্রান্তি।


দেখবি কত সাধনা রত,আছে বসে যোগী যত,ধ্যান
করছে এক মনে,পিছুটানের বোঝা নেই কাননে।
মনের মধ্যে নির্ধারিত ঢের প্রশ্নে জর্জরিত,আদৌ কি?
রজোগুণের পাহাড় তলে, সত্ত্ব জ্ঞানের আলো জ্বলে।