নবীন সকল কর্ম হতে, শ্রমিক রুপী ধর্মের পথে
নিজ সুরক্ষা নিজ হাতে।

অসীম উচতাই কর্ম রত , সুরক্ষাহীন অবরত
পরিবারে অন্তরিনে আসিবে গভির ক্ষত।
সহধর্মিণী রং ছাড়িবে, সাদা রং উটিবে কপালে,
তাই নিজ সুরক্ষা, নিজ হাতেরই অন্তরালে।


নবীন সকল কর্ম হতে, শ্রমিক রুপী ধর্মের পথে
নিজ সুরক্ষা নিজ হাতে।


পথ চেয়ে থাকা বিদ্ধ বুড়ি, কখন আসিবে পুত্র হরি,
অপেক্ষার অবসান দিয়োনা সর্গরথে ,
তাই নিজ সুরক্ষা নিজ হাতে।


নবীন সকল কর্ম হতে, শ্রমিক রুপী ধর্মের পথে
নিজ সুরক্ষা নিজ হাতে।


পা থেকে মাথা, যেনো হয় সুরক্ষা কবজে গাঁথা,
সে সবই , শ্রমিক ধর্মের প্রথা।
দীর্ঘ উচ্চতায় কর্ম রত, যেনো হয় সুরক্ষার কটিবন্ধন,
মাথায় শিরস্থান,
আগত বিপদ থেকে মুক্তি পাবে অমূল্য এই প্রাণ।


তাই নবীন সকল কর্ম হতে ,শ্রমিক রুপী ধর্মের পথে
নিজ সুরক্ষা নিজ হাতে।