মৃদঙ্গ বাজে,মৃদঙ্গ !
সত্য কে আনিবার পথে, দীর্ঘতর যুদ্ধের‌ রথে
দেখো মৃদঙ্গ বাজে, মৃদঙ্গ।।
তরবারির তীক্ষ্ণফলা সত্য, মিথ্যার রণখেলা
দেখো কাপছে জলতল।।
শব্দের কেবল রেষারেষি, চোখ তো শুধু ছদ্মবেশী
দেখাই কৌতুহল।।
ন্যায়বিচারের বন্দী খাঁচা, মিথ্যা যেথা ঠেকাই মাথা
সেতো শুধু ছল আর ছল।।
মৃদঙ্গের সাথে চল রে তোরা
মৃদঙ্গের সাথে চল।।