দুরন্ত পথিক ঘুরে বেড়ায়,
ক্লান্তি এলে আমার ছায়ায় বসে থাকে রোজ।
দূর হইতে শ্রাবণ মাসে,
মেঘ কোত্থেকে উড়ে এসে, বৃষ্টি ঝরায় খুব।
ধানের ক্ষেতে জলের শোভা, সমস্ত চাষি কলরোলে
শান্ত মনের , ক্লান্ত দেহে নিচ্ছে বৃষ্টির আভা।
হটাৎ কালো ছায়া নামে নিস্তবতাই ভরা
দিগন্তের চাঁদের আলোয় পাখিরা দেয় ধরা।
রাত্রি কাটাই আমার ছায়ায়, ডাল হইতে ডালে
সকাল হলেই তারা আবার সূর্যকে তোলে।
শান্ত আলো এসে পড়ে সবুজ ঘাসের রসে
ক্লান্ত হলে দুরন্ত পথিক আমার ছায়ায় বসে।