জাতীয় সড়ক পার হয়ে যায় , সবুজ দীঘির কোলে
শাল সেগুনের মাথার উপর আকাশমনী দোলে।
প্রভাত কলে সূর্যের স্রোতে ঝলমলে প্রান্তর
পাখির গানে সবুজ কাননে ভরিয়ে তোলে অন্তর।
কিচির মিচির আরো কতকি পতঙ্গের গুঞ্জন
অপরদিকে নব্য স্রোতের যানবাহনের দূষণ।
কৃষ্ণ চূড়ায় মন ভরে যায়, বাতাস যেথা গতি হারায়
একছুটে যায় ওই যে পড়ে, সেথা দীঘির জলে
ক্লান্তি সারাই।
সন্ধ্যা নামে সবার আগে নিবিড় অন্ধকারে, চারিদিকে
শুধু ঝিঞ্জি পোকার গুঞ্জন বিচরণ করে।
জোছনা হলে আরেক মজা গাছের শুকনো ডালে
চাঁদের কিরণ দুধের মত বনের চিত্র গড়ে।
আবার চত্রের শেষে খাদ্যর চোটে , আরেক ঘটনা ঘটে
শান্ত গজরাজ দুরন্ত হয়ে গ্রামের দিকে ছুটে,
চারিদিকে তার তাণ্ডবের কথা রটে।
সৃষ্টি তবে উন্নতির পথে, ক্ষতির ছায়া নগরায়নের ফাঁকে,
অনটন ঘটছে সবুজ দীঘির জল ঝাঁকে ঝাঁকে।