সুখের প্রয়াস
    করবোনা আর,
        তুমি যে বড় এলোমেলো,
        তোমায় বোঝা ভার।


আজ আমার
    বড় অসুখ;
        বিচ্ছিন্ন চিন্তাভাবনা,
        বুকে ভালোবাসার ভুখ।


তোমার কী  যায়
    বা আসে তাতে?
        মরি কিংবা বাঁচি
        আমি প্রেমের বেদনাতে।


তুমি যে
    ভীষণ  একরোখা,
        গণিতে অনার্স্ তাই
        মাথায় শুধু অংকের পোকা।


তোমার সুখ, শান্তি,
    আনন্দ কিসে?
        যদি জানতাম
        এনে দিতাম এক নিমেষে।


আমার মৃত্যু!
    নাকি আমার বিদায়!
        প্রার্থনা করো তুমি
        অকপটে নির্দ্বিদায়।


হয়তো মৃত্যু
    চাইবে না,
        কিন্তু বিদায় মানেই তো
        এই হৃদয়ের স্পন্দন থামা।