নীলাঞ্জনা --
          তুমি প্রেমিকা হলে,
          দুঃখ সবই যাব ভুলে,
চলে যাব রঙিন স্বপ্নের দেশে।


          সেথা মোরা
          করবো খেলা
          সকাল, বিকেল -- সারাবেলা,
থাকবো সেথায় দুজনে মিলেমিশে ।।


          তেপান্তরের
          মাঠ পেরিয়ে,
          সবুজ রঙের ঘাস মাড়িয়ে,
তুলতে যাব দূরে ধানের শিষ।


          দুঃখগুলো
          তাড়িয়ে দেব,
          তোমায় আপন করে নেব,
মনের সুখে পান করবো তোমার দুঃখ-বিষ ।।


          তোমার হাতে
          হাতটি  রেখে,
          মুখে-চোখে আনন্দ মেখে,
রওনা হব গোলাপ-চাঁপার কানন।


          তোমার ঠোঁটের
          মিষ্টি ছোঁয়া,
          এই মনে হয় সুখ রোয়া,
এই হৃদয়ে বয় আনন্দের প্লাবন ।।