রঙিন নেশায় মাতিয়ে দিয়ে
         চললে তুমি আপন পথে,
         ভাবছো তুমি সুখে আছ,
         আছ চরে বিজয় রথে !


         আমি হারালাম তোমার ছোঁয়া,
         স্মৃতিগুলো হল ধোঁয়া,
তুমি গেলে এই জীবন থেকে  যবে।


         তুমি আজ অন্যের সাথে,
         তোমার হাত অন্যের হাতে,
তাই বলে কি আমায় ভুলে রবে?


         তুমি আমায় করলে হতাশ,
         এই জীবনটাকে করলে উপহাস,
তবুও এই প্রাণ তোমার তরে কাঁদে।


         এখন সম্বল শুধু তোমার ছবি,
         করলে আমায় তুচ্ছ কবি,
তাই লিখে যাই যা-তা তোমার বিষাদে !