এতদিন যেন ছিলাম
          কোনো রুদ্ধ কারাগারে,
ভীষণ অসুখে ভুগছিলাম
          বারে বারে।


মৃত্যুদূত যেন
          অবিরাম আঘাত হানে,
আমার অস্তিত্ব বিপন্ন ছিল
          এই ধরাধামে।


এরপর হঠাৎ যখন
          তুমি এলে এ জীবনে,
মরুভূমি পেল প্রাণ
          সেই শুভক্ষণে।


নদী ফিরে পেল
          তার হারান প্রবাহ,
কোকিল পেল তার সুর -
          পরিপূর্ণ  হৃদয়মাহ।


তোমার আগমনে
          আকাশ হল নীল,
বৃষ্টি এল, সতেজ হল
          নদী -খাল -বিল।


শুষ্ক মৃতপ্রায় ঘাস
          ফিরে পেল সজীবতা,
সবুজ হল পরিবেশ
          আর আমার অস্থিরতা।


আমার বাগানে ফুটল ফুল --
           জুঁই,  রজনী, মালতী......
আর তোমার প্রিয় গোলাপ
          ফুটল কোটি কোট।


আমার বাগানের সেরা গোলাপটি
          দিলাম তোমার হাতে,
শপথ নিলাম সারাজীবন
          থাকবো একই সাথে।


শত-সহশ্র সমস্ত বাঁধা
          অতিক্রম করে,
এগিয়ে যাব দৃঢ়ভাবে
          পরস্পরের হাত ধরে।


ঈশ্বরের আশির্বাদে
          আমরা সফল হবই,
প্রমাণ করবো ভালোবাসার জগতে
          আমরা তুচ্ছ নই।