অরুণিমা, এইবার দেখো নিশ্চিত হয়ে যাবে চাকরিটা,
ভালো স্কোর করেছি রিটেনে, ভাইভাটাও হয়েছে দারুণ !
অফিসের অফিসারও দিয়েছেন আশ্বাস ---- 'নো চিন্তা, নো চিন্তা !'
কতদিন তোমায় ভালো কিছু দিতে পারিনি প্রিয় আমার !
তবুও নির্বাক থেকেছো, ভালোবেসেছো নিঃস্বার্থ,
আমায় দিয়েছো প্রেমের স্বর্গ উপহার ও মন আমার !


জানি তোমার একটিই মাত্র শাড়ি, তাও ছিঁড়ে গেছে গতমাস,
তবুও বুঝতে দাওনি একটুও এক অজানা আশঙ্কায়
পাছে আমি মরি হাঁসফাঁস ---- ওগো মোর প্রাণের সুবাস !
আর অশ্রু গোপন করতে হবে না অরুণিমা,
মাইনে পেয়েই একটি লাল টুকটুকে বেনারসি দেবো তোমায়
আর একটি আনীল জামদানী সোনার সুতোয় বোনা ---- ওগো সোনা !


অভাব-অনটনের আস্বাদ চেখেছি বহুকাল,
ভালোবেসেছি নিরন্তর দুজন-দুজনা গভীরমনা,
শুধু চাকরিটা হয়ে গেলেই ওগো তুমি-আমি সুখি বসন্তকাল।


না অরুণিমা, চাকরিটা আর হলো না,
দু-লাখ চল্লিশেই আটকে গেলো,
দয়ালু অফিসার বড্ড আনমনা, বোঝে ষোলো-আনা !
তুমি বরং নিরবে আরও কিছুদিন কাঁদো,
আরও কিছুদিন ছেঁড়া শাড়িতেই ম্যানেজ করো,
আর কিছু প্রাণবায়ু ঢেলে দাও আমাতে সুন্দরী বধু ওগো !!