কিছু কথা গুমরে কাঁদে তারাদের ঠিকানায়
পরিমিতি পরি মিটি মিটি চায়
মিটিং মিছিলে কার কী আসে যায়?
অমৃতের ক্ষেত্রফলে লালায়িত ঘাসেদের জারিজুরি
আজ নেতা নামক মীরজাফরদের বাহাদুরি
পরিধিটাও ভরে গেছে আজ আগাছায় আগাছায়।
নিলয়দর্পন আজ কে লিখবে উলঙ্গ রাজাদের?
এদের শিরদাঁড়া নেই শিরও নেই, শুধু আছে দাঁড়া,
তাই আজ শক্তি নেই মানুষের দাঁড়াবার।


কিন্তু আমরা বিশ্বাস করি--
আমরা যোগ্য নই ধোঁকা খাবার,
কারণ মায়ের দুধ কে না খেয়েছি আমরা জনগণ?


আমাদের সূর্য দুইটা, সংবিধান একটার নাম
বিবিধের মাঝে মহান ঐক্য, মাতার ভারত নাম
মোদের মন্ত্র প্রজাতন্ত্র রক্তের উপহার
মোরাই মোদের করবো উদ্ধার
বীর্য অভিনবত্ব সাহস আর
উৎসাহ, ধৈর্য্য আছে। আম‍রা চাই যেন
ভারত আবার জগতসভার শ্রেষ্ঠ আসনে বসে।।