তোমার দেখা পেলাম না!
তুমি কি আসোনি?
নাকি হারিয়ে গিয়েছো ভিড়ে?
আমারো তাই তেমন জমলো না।
তুমি যে কেন দেখা দিলে না?
নাকি তোমাকে ওরা আসতে দেয়নি?
তন্দ্রা ভেঙে ছুটে গেছি অটো ধরে...
তন্ময় হয়ে দু'দন্ড একটু দেখব বলে
শুধু একটিবার তোমায় দেখার আশায়,
তন্নতন্ন করে খুঁজে বেড়িয়েছি তাই
প্রাচীরের ধারে ফুল দেখিয়াছি
হাতে হাত ধরে কতজনকে দেখিয়াছি
আলো দেখিয়াছি,
তোমায় দেখতে পাইনি। হতাশ!
আজ আমি তারাখসা তোমাকে ছাড়া
আজ আমি রাত্রি-নিকষ
আজ আমি বড্ড একা
খাইনি কিছু, কিছুই খাইনি।
তোমাকে ছাড়া বেকার গেছে সময়টা
অসময়টা ভুলে যেতে চাই
ফিরে পেতে চাই তোমাকে
পরের বারের বইমেলায়,
তুমি আবার আমায় ছোঁবে আমার সাধ।।