একটা,একটাই সরু রাস্তা চলে গেছে
অগম বনের ভেতর দিয়ে।


নিজেরই খোঁজ রাখি না আজকাল আর...
ফুল না ফোটা বসন্ত সেই কবে বিদায় নিয়েছে
পড়ে আছে রিক্ত গ্রীষ্ম আর সিক্ত বর্ষা
পাখির মতো করে গাছও যদি পারতো ভাবতে...
দুঃখের নেশায় দিনগুলো সব মাতাল আর
রাতগুলো বলে যায় কতোবড়ো শয়তান আমি
মধ‍্যাকর্ষণ না থাকলে শূন্যেই ভাসতাম কী সুন্দর!


জোনাকি ও জোনাকি
নকলের নকল সকল ফাঁকি
অল্প আলো রাস্তা বাকি
শ্রদ্ধা বললো আসবি নাকি?