এক পৃথিবী তুমিই লেখ
মনের কথা পদ‍্যে গদ‍্যে
আমি না হয় সদ‍্য খলনায়ক হব
তোমার গল্পের!


রামধনুও ধনুক হলে
চাতক কোথায় যাইবে বলো?
ইহার চাইতে ছিন্ন ডানাই ভালো!


আমি বাদল মেঘের চকিত চিতা,
অভাগা দুঃখী পিতা মাতা যত
সন্তান হব তাদের,―
পাথরচাপা বুকের ভেতরটা
এবার পাথর কেটে স্থাপত্য বানাক।


বৃষ্টি বাদল লুকিয়ে রেখে চোখের ভেতরে
তোমার গঙ্গায় মিশব শেষে শেষ আদরে।।