তোমার আগে উঠব ভোরে
তুলব তোমায় চেঁচিয়ে জোরে:
সকাল হয়েছে ওঠগো বাবা
সকাল হয়েছে ওঠগো বাবা;
তুমি বলবে ঘুমের ঘোরে,
এইতো শুলাম, এখনই কিরে?
নাক ডাকিবে পাশ ফিরে!
নাকে সুড়সুড়ি দেব তোমার
উঠতে কেউ বাকি আছে আর?
এখনো কেউ ঘুমায় বলো
লক্ষ্মী বাবা মুখ ধুবে চলো,
নইলে চুপিচুপি ধীরে ধীরে
চায়ের কাপে ঢালব জিরে
বুঝবে তখন চায়ের স্বাদ
প্রতিদিন আমায় তোলার প্রতিবাদ!
তাও উঠবেনা? ঠেলব ধীরে
হাত বুলাবো তোমার শিরে,
তাও না উঠলে টানবো জোরে
বিখ্যাত তোমার গোঁফখানা
জেগে উঠে করলে হানা
বাড়িয়ে দেব মিছরির পানা,
তাও রাগলে চিমটে দেব।।