যখন আমরা মেঘনাদকে দেখি
তখন "মেঘনাদবধ কাব‍্য" লা জবাব!
আবার যখন আমরা সীতাকে দেখি
তখন "রামায়ণ" অতুলনীয়!


যখন অমৃত না পাওয়া অসুরদের দেখি
তখন মনে হয় দেবতারা ধোঁকাবাজ!
আবার যখন অসুরদের দুষ্কর্ম দেখি
তখন বলি, ওদের হত্যা করা উচিত, এক্ষুনি!


আমরা ভালো তাই ভালোর সমর্থক,
কিন্তু জীবন তো আংশিক ছবির ছোটোগল্প নয়!
অসুরদের ঘৃণা করবো না, পূজাও করবো না,
কিন্তু আইনানুগ ব‍্যবস্থা নিতেই হবে, নেবই নেব।


"ন‍্যায়"-শব্দটি খুব ছোট্ট শব্দ
বড় তখনই যখন ভালো উদ্দেশ্যে তা চাওয়া হয়,
দৈত্যেরা চাইলেই দেবতা হতে পারে, নইলে---
দৈত্য হয়ে স্বর্গ গেলে তো স্বর্গ দৈত‍্যপুরী হয়!