তারপর অনেকক্ষণ কথা বলার পর
দুজনেই একটু চুপচাপ,
আমার মতো তুমিও ভাবছো---
কী বলা যায়, কী বলা যায়;
একসময় নীরবতা ভেঙে আমি বলবো 'বলো'
তুমি বলবে 'কী বলবো?'
আমি বলবো 'তোমার যা ইচ্ছা---
যা বলতে মন চায় তোমার!'
তুমি বলবে 'আই লভ্ ইউ।'
হি হি করে হেসে উঠব আমি
তুমি বলবে 'তুমি শুধু হাসতেই জানো!'
আমি বলবো 'লভ্ ইউ টু'
দিয়ে মিষ্টি একটা চুমু দেব তোমায়।
তুমি জড়িয়ে ধরবে
এমনি করে কতক্ষণ কেটে যাবে কে জানে!
এভাবে অনেকক্ষণ থাকার পর
আদুরে আবেগমাখা ভরাটি কন্ঠে তুমি বলবে,---
'ওই,এবার ছাড়ো!'
আমি বলবো 'না ছাড়বো না'।
তখন তুমি জারিজুরিহীন টানাটানা কোমল স্বরে বলবে---
'না ছাড়ো!'
আমি জড়িয়ে ধরবো আরো শক্ত করে;
তখন তুমি বলবে 'ঠিক আছে, আর একটুখন!'


এমনি করে সময় বছর গড়িয়ে আজ আমরা বুড়োবুড়ি।
তুমি বললে 'বুড়ির যেন আগে মরণ দেয় ঠাকুর।'
যা! আমিতো ঠিক উল্টোটা চাইতাম,
বললাম,'আমি থাকবো কেমনে একা?'
পরক্ষণেই নিজেকে স্বার্থপর মনে হল,
বললাম,'ঠিক আছে তোমার ইচ্ছাই পূর্ণ হোক
বুড়ো না হয় বাকিটা সময়
তোমার কথা ভেবে ভেবেই পার করে দেবে;
আমি আগে ম'লে তোমার একা থাকতে খুব কষ্ট হবে নাগো??'