অনেকগুলো রাস্তা জানি
একটা রাস্তায়ও হাঁটলাম না
পাঁকে গিয়ে পুঁতা গেলাম
সাঁতরে পদ্ম তুললাম না।
সাগর গিয়ে জলের খোঁজে
সাগরের নিচে দিলাম ডুব
হনুমান হতে চাইনিতো কই
বাঁদর হয়ে নাচলাম খুব।
বাঁধাকপির ছাল ছাড়ালাম
ভেতরে কই পাইনি কিছু
পঞ্চমুখী হল দু'মুখো সাপ
পঞ্চপ্রদীপ দু'নৌকার পিছু।
ঈর্ষা আর অহংকারের মাঝে
তথ‍্যপ্রমী করেন বাস
কথা কওয়ার যন্ত্রতে নয়
যন্ত্রণাতেই জ্ঞানীর প্রকাশ।
ভালোবাসা চাও কি তুমি?
আসলে তো চাও গুরুত্ব!
প্রেম দেওয়াতেই প্রেমিক হয়
প্রেম চাওয়াতে হয় ভৃত‍্য।
গাঁজাড়ি আঁকলো শিবের গাঁজা
সোমরস ধরালো মাতালে
শিব দিয়েছেন তাজা মাথা
অযুহাত পাঠালো পাতালে।
নিজেকে না হারিয়ে হারিয়ে যাই
হেরে যাওয়া সোজা
ভগবানকে গালি দেওয়াতেই
আজকে নাকি আসল মজা।
অনেকগুলো বই পড়লাম
সিলেবাস মিলিয়ে পড়লাম না
সিলেবাস মেনে দশটা পড়লাম
এক বই দশবার পড়লাম না।।