তারপর থেকে সে মাকে ঘৃণা করতে শুরু করল
যখন মৃত‍্যুসজ্জায় দিদুন তাকে
একলা ডেকে বলেছিল,
চরিত্রটা ঠিক রেখো দাদু
তোমার মায়ের মতো হইয়ো না।
পিন্টু জিজ্ঞাসা করেছিল,
কেন মা কি করেছিল?
দিদুন বলল---
তোমার দাদু সুইসাইড করেছিলো
যখন জানতে পারলো
কলেজে পড়াকালীন তোমার মা
ছয় সাতজনের সাথে প্রেম করেছিল....
পিন্টু বলল, তো কি হয়েছে প্রেম তো করতেই পারে!
দিদুন বলল, তা পারে
কিন্তু ও যে সাতজনকেই ইজ্জত দিয়েছিলো,
তোমার দাদুর মুখের ওপর বলেছিলো,
"বেশ করেছি, আমার শরীর, যা খুশি করব"
ছিঃ ছিঃ ছিঃ!
মেয়ের মুখে একথা শুনে মাথায় বাজ পড়েছিল
তোমার দাদু মরে গিয়েছিল, বেশ করেছিল,
আমাদের বংশের মেয়ে...
দিদুন কেঁদে ফেললেন
পিন্টু দিদার চোখ মুছাবে
নাকি নিজে কাঁদবে খুঁজে পাচ্ছিল না।
সে আর কোনোদিন মাকে সম্মান করতে পারেনি
পারেনি "মাতৃদেবো ভবঃ" কথাটা মানতে!


জানিনা পিন্টু ঠিক না ভুল
তবে মায়ের চরিত্র বিশ্লেষন করতে নেই।।