একপৃথিবী জল
বাঁচবি কোথায়? ঢল!
একপৃথিবী স্থল
তৃষ্ণা ফাটায়! জল?


একপৃথিবীর পুরোটা আকাশ
কেমনে দিই বল্?
একপৃথিবী বিশ্বাস? দিতে পারি আশ্বাস,
কিন্তু "একপৃথিবী" কেমন করে
ভাববো তারে বল্?


একপৃথিবী অনেক জনের
মায়ের বাবার গুরুজনের
বন্ধু-বান্ধব, একলা মনের;
সবটুকুই দিলাম তারে
বসালাম হৃৎপিণ্ডের ঘরে
সকাল বিকাল সারাটা দিন
আপনকে পর করে!
ফুড়ুৎ সে পাখি উড়ল সেদিন
আকাশ চুরি করে।
মেঘগুলো কেবল রইল শুয়ে,
বুকের ভেতর চুঁইয়ে চুঁইয়ে
বৃষ্টি ফোটা পড়ল দু'য়েক
সাগর তটে একলা এক
হাসির সন্ধানে ধুঁকে!
কর্মহীন একপৃথিবী
ছাপালো সকল খোয়ানোকে!
বন্ধুহীন একপৃথিবী
ছাপালো সকল খোয়ানোকে!!