গেরুয়া বস্ত্র অস্ত্রশস্ত্র, মস্ত যোদ্ধা তুমি
ধন‍্য ভারতভূমি;
হে মহারথী মহাসাথী, মহৎ আহুতি তোমার
তোমার দয়া অপার।


জীবকে শিব করিলে তুমি
দেখাইলে নব দিশা,
অবাক করা ছিল তোমার
যোগ-ভক্তি-কর্ম-জ্ঞানের তৃষা।
জগতসভার শ্রেষ্ঠ আসনে
বসাইলে জননী ভারতেরে,
সদা কিশলয় পবিত্র হৃদয়
বনের বেদান্ত আনলে ঘরে।
গুরুভক্তিতে তুমি হনুমান
গুরুতে তুমি শিব সমান
দেশভক্তিয় তুমিই মহান
পরাধীনদের দিলে ভাষা,
চিরজীবী, তোমার মন্ত্রও বেঁচে
আজও আমরা পাই আশা।
সন্ন্যাসীর নতুন সংজ্ঞা তুমি,
শোনালে আত্মবিশ্বাসীই আস্তিক
দূর্বলতাই জঘন্যতম পাপ
হে নব শঙ্করাচার্য তুমিই স্বস্তিক।
মাতৃভক্তিও তোমার মহৎ
সন্ন্যাসী হলেও হৃদয় দাওনি বিসর্জন,
ভগবান ঘোরালো মাকে তীর্থ
একে অপরের পূণ‍্য অর্জন।
মা সারদাকে দুর্গার সম্মান
তুমিই তাহার গণেশ
তুমিই নরেশ তুমিই অশেষ
তুমিই সপ্তর্ষির শ্রেষ্ঠ-সরেশ।
দেবত্ব প্রকাশই জীবনের মানে
পরমহংসের শক্তি তোমার প্রাণে
গ্রহণ করিও আমার প্রণাম
লক্ষ কোটি কোটি প্রণাম তব চরণে।
তুমিই ওঙ্কার, ভারতের অহংকার;
আশীষ দিও প্রভু ভারতের সনে।।