যদি ব‍্যর্থ চিন্তারা তোলে ঢেউ
যদি বুকভাঙা চন্দ্র ওঠে মাঝরাতে


দু'মুঠো শ্রাবণ তবুও তোমারে দেব
মনে মনে মনখারাপের একলা প্রাতে।


যদি সবকিছু মিথ্যা ছিল তো ছিল
স্মৃতিটুকু সুধা হয়ে যাক না থেকে


জানতে চাইনে ক'দশ কতোয় হয় হাসি
সর্বশ্রান্ত আশাটুকু দেব রেখে!


বিনিদ্র বোকা রাত ক্লান্ত জেগে
মনে মনে তোমারই বিজয় মালা গাঁথে


যদি উড়ে যেতে চাও পাখি যেও উড়ে
আমি আকাশ হয়ে উড়ব সদা তোমার সাথে


যদি ভুল করে গুলিয়ে ফেলো মেঘ আর আকাশ
যদি ঘৃণা করে থাকো তুমি পুরনো ভোরে


তবে নতুন ভোরে যেন তুমি থাকোগো খুশি
ভগবানের আশিস যেন ঝরে তোমার 'পরে।


তোমার হারিয়ে যাওয়া কাঁচের পুতুল
আর সেই লাল-হলুদের মিষ্টি বিকেলগুলো


তোমার আনাড়ি হাতে লেখা চিঠি...
তুমি চলে গেলে রয়ে যাবে সেইগুলো !!