মনের কিছু ডিফল্ট প্রোগ্রামিং সেট করা আছে এবং
প্রকৃতির কিছু ডিফল্ট প্রোগ্রামিং সেট করা আছে,
জীবন বলতে ওদের ঠুকোঠুকি, ব‍্যাস এটুকুই।
এটাই মানুষকে উঠায়
আবার এটাই ডুবায়।
এটাই সবটুকু খেলা,
কিন্তু খেলাটা ভয়ানক।
তবে আশা একটাই
মনের অন‍্যতম একটা ডিফল্ট প্রোগ্রামিং হল-
মন নিজেই নিজের রিপ্রোগ্রামিং করতে পারে,
আর এটাই খেলাটাকে চালাচ্ছে,
তবে এটাও মানুষকে ডোবাতে পারে!


জীবন এমন একটা জিনিস
এবং সম্ভবত একমাত্র জিনিস
যার সাথে সবকিছুরই কিছু কিছু মিল আছে
তাই সবকিছুই বাঁচার প্রেরণা বাণী দিতে পারে।


জেনে বা অজান্তে অনুশীলন অভ‍্যাসের জন্ম দেয়
অভ‍্যাস বিশ্বাসের জন্ম দেয়
আর বিশ্বাস মানুষটার মধ্যের মানুষটার জন্মদাতা,
যে যা বিশ্বাস করে তার কাছে সেটাই সত‍্য,
আর মানুষ সত্যকে মেনে চলে;
সময়ানুযায়ী নিজ দেবত্ব প্রকাশই হল সঠিক বাঁচা।।