খাল কেটে কুমির আনা
পুকুর চুরি একশো দিনে
সমুদ্র কিনারে বসে
চাতক মরে জল বিনে!


ঘর ঘর নল, জীবন অচল
রাস্তার নলে অপচয়
শাওয়ারে কাঁদে নাতির ছেলে
নদীতে আর নোংরা নয়।


জলের দরে জল নষ্ট
জলে দিবি পয়সাগুলো?
মাঠের মাটি ফেটে মরে
কোথায় বালির বাঁধগুলো?


নদীতে নদীতে কানেকশন
কথার পরে কথা আরো
থর মরুভূমি ঘরে ঘরে
তবে কি শেষও "মহেঞ্জোদাড়ো"?


টুপুর টাপুর বৃষ্টি পড়ে
কোথায় তোমার সংরক্ষণ?
শিবঠাকুরের বিয়ের মন্ত্র--
জয় শ্রীগাছ, জয় শ্রীবন।