ঢেরাকাটা বিকেলবেলা,ফুচকার আড়ি
চল একটু কালবৈশাখী কালবৈশাখী খেলি
পাগলী


তুই ডাল ভাঙবি,আমি পাতা ছিঁড়ব
শুকনো পাতা মাতাল হবে
সবে


তছনছ করব সবকিছু,ধূলিঝড় তুলব
কিন্তু গাছ উপড়াবোনা
সোনামোনা


তুই ধস নামাবি,আমি বাজ নামাবো
জানি একপশলায় ঠান্ডা হবি
খুবই


উলটপালট করে দেব,টিন ছেঁদা করব
তবে ঘর ভাঙবোনা
পারবোনা


তুই ঝিট হবি,আমি কাদা হব
তুই বলবি কী হল গেলেন কই
ওই


সারা পাড়া মাথায় তুলব,বলব ঢং যতো
তুই বলবি রুদ্রমশাই এবারতো শিব হন
চুম্বন!!