"নেতা খারাপ, নেত্রীও খারাপ",
চেঁচাই আমরা, আমাদের বাপ,
যদিও খারাপ বেশিরভাগই
তবুও কাজ করে না কি?
কিছুই কি করে নাই দেশ উন্নতি
ভালোর ক্রেডিট দিলে কী হবে ক্ষতি?


"ডাক্তার চোর, নার্সিংহোমে চোর",
চেঁচায় অন্ধকার, চেঁচায় ভোর!
তবুও প্রাণ বাঁচায় ডাক্তারই
রোগমুক্তি হয় সবারই,
সব ডাক্তার কি খারাপ হয়?
ভালোদের কেন প্রণাম নয়?


"পুলিশ ঘুসখোর, পুলিশ শয়তান"?
পুলিশ ছাড়া সব হতো খানখান।
ট্রাফিক লাইট গুমরে কাঁদতো
দুষ্টু লোক আরো দুষ্টু হতো,
কিছু পুলিশ নেতার পা চাটে,
মানুষও তো আছে পুলিশের হাটে!


আমরা যারা শুধুই চেঁচায়
ক'জনের ভালো আমরা চাই?
শুধুই অন‍্যকে শুধরাতে চাওয়া
আর মনের গভীরে স্বার্থপর হওয়া!
বছরে একজনকে সাহায‍্য করো
টাকা নাই তো সময় ধরো।।