ভাঙা ইঁট,গোলাবারুদ,কতো কাঁটাতারের চুম্বন
হৃদয়ে জায়গা নিল বেঁচে ফেরা হৃৎকম্পন


যুদ্ধ যুদ্ধ যুদ্ধ আর ওরা দেখালো প্রকৃত যোদ্ধার দম
নব্বইয়ে ওরা একশো কুড়ি,ওরা হারেনি,ওরাই প্রথম


রথী মহারথী কতো ফিরে গিয়ে গুহাতে লুকিয়েছে মুখ
তোমরা শুধু দেশের নয়,বিশ্বের বিশ্বাস,হার না মানা বুক


হিসেবের খাতাতে রাখেনি কেউ,ভুল করেও রাখেনি
তোমাদের সেলাম,বুঝালে বীর হিসেবের ধার ধারেনি


ফ্রান্স বিশ্বকাপ নিল,তোমরা আত্মবিশ্বাস শিখালে বিশ্বকে
তোমাদের পরাজয়ে,বিচারক প্রভু কেঁদে ভেজালেন মঞ্চকে।।