মৌমাছি গুনগুনায় পুষ্পের প্রাঙ্গনে,
একচাক মধু তবু করে না সে পান
রঙিন দুনিয়ায় তবু ফাঁকিবাজ সে নয়
হে কর্মী কর্মবীর তোমাকে প্রণাম,
বাহানায় তুমি নেই, বাহিনীতে আছো।


হে পাখি মুক্ত তুমি মুক্ত আকাশে,
অবহেলা তবুও তুমি ক‍রোনা কাজে
খাদ‍্য খুঁজে নিয়ে গাও গান ডালে
সাজিয়েছো খাসা বাসা তৃণলতা সাজে,
তাই ভেসে যাওনা, তুমি ভেসে ভেসে যাও।


পিপীলিকা জয়টিকা তোমার কপালে
ডাইনোসর মরে গেছে তুমি বেঁচে আছো
অহংকার না করে তবু কাজে মনোযোগী
ঝগড়ায় তুমি নেই গড়ায় আছো
পাকামোতে তুমি নেই,পাকা আমে আছো।