আমার রোমান্টিকতার রোববার আজ...
আজ আমি নিপীড়িত ঝুপড়ির বেদনা হয়ে ফুরিয়ে যেতে চাই...
আমি পথশিশুদের মুখের হাসি হতে চাই...
আমি কোটি কোটি নির্যাতিতা বোনের ভাই হতে চাই...
আমি চাই ফুটপাতের মায়ের লজ্জা নিবারণের শাড়ি হতে...
আমি ভিখারির বন্ধু হব বলে ভাবিয়াছি কতদিন...
হে আমার রোমান্টিকতা,তুমি চাইলে ভালোবাসতে পারো মোরে...
আমার রক্তে ভালোবাসা আছে,চাইলে চেখে দেখতে পারো....
কিন্তু রোমান্স করতে বলোনা এই ঘোররাতে...
আমি লাল সূর্যের সন্ধানে বেরোতে চাই...
আর রাত্রি পছন্দ হয় না,তোমারও নিশ্চয়ই না...
ফিরে এসে আমি শুধু তোমার, তোমাকেই আদর করব...
না ফিরে এলে জেনো,সূর্যের দেখা পাইনি,তাই...
তাই বুকের রক্তে যতটুকু হয় রাঙিয়ে দিয়ে পূর্বাকাশ...
আমি ঘুমিয়ে পড়েছি...
শান্তিতে ঘুমোচ্ছি মাটিচাপা পড়ে কিংবা...
কোনো এক ড্রেনের জলে খুঁজে পাবে আমাকে,হাসিমুখে...
পরের জন্মে শুধু তোমারই হব,কথা দিলাম।।