সরবতের সমুদ্রে আমাদের মৃত্যু,
মিষ্টি পানির লোভে সাঁতার ভুলে।
কোলে তুলে কে আদর করে
নিজেকে নিজে,
ভরদুপুরে রাতদুপুরে?
পায়রার সুরে, কাছে ও দূরে?
উত্তেজনা মানে কি খুশি?
খুশিই কি জীবনের লক্ষ্য?
সবার খুশি কি এক?
বলো, তুমি কিসে দক্ষ?


ভাইয়ের চেয়ে
আজ ভাইরালের কদর বেশি,
অতীতের ভেড়চালই
আজও মনের ভাইরাস কাশি।
ভাইরাল মানেই ভালো,
কে দিয়েছে এই দিব‍্যি?
সমাজে ভালো ক'জন আছে?
মাথাখানা খাই দিব‍্যি।


একই রাস্তায় অনেক গাড়ি
সব গাড়িই কি যাচ্ছে তোমার বাড়ি?