মনখারাপের ধারাপাতের মেঘপাড়াতে বাস
তুমি আমার আমি তোমার প্রশ্বাস নিশ্বাস,


আমি তোমার সূর্য তুমি আমার মিষ্টি পৃথিবী
মনখারাপের একলা ঘরে এখন থেকে চাবি,


না না তুমি প্রজাপতি নও,তুমি প্রজাপতির ডানা
শুনবো,জোছনা রাতে তোমার গলায় তা-না-না-না-না;


আমি তোমার কিচিরমিচির তুমি আমারই মিটমিট
তুমি আমার ঝিরিঝির বৃষ্টি আমি সেই বৃষ্টির ঝিট।


ওই,আবার করোনা বকম-বকম,আর কতখন চুপ রবে?
রাগ হয়েছে সোনামনি? এসো চুমু এঁকে দিই তবে!


তুমি আমার ভোরের হাওয়া,রাত আকাশের তারা
তুমি আমার মুখের হাসি,আমি তোমার ছন্নছাড়া!


আমি তোমার গোলাপ আর তুমি তার পাপড়ি-সুগন্ধ
বকেছি তো কি হয়েছে, তুমি তো নও মন্দ!


তুমি আমার পরমাণু, আমি তোমার প্রোটন-ইলেকট্রন
সরি বলছি,এবার হাসো,সেই হেসেছো কতক্ষণ!


ঠিক আছে, আমিও তবে বলবোনা কথা,আড়ি আড়ি আড়ি
কাল সেলুনে কেটে নেব তোমার প্রিয় দাড়ি!


আজ কিছুই খাবোনা, ভাল্লাগে না,তুমি খেয়ে নিও বটে?
হাসলে কেন, হঠাৎ কেন হাসি ফুটল ঠোঁটে?


কেন যে অলিম্পিকে নেই "অভিমান", থাকলে ভালো হত;
আমার প্রেমা নিশ্চিত তবে স্বর্ণপদক পেত!!