তুমি আমার হৃদয় নও,
তুমি আমার রক্ত,
তোমাকে ছাড়া তাই হৃদয়ের মৃত্যু!


না তোমার কথা আমার মনে পড়ে না,
কারণ আমার আর মনই নেই,
পুরো মনটাই যে তোমাকে দিয়ে দিয়েছি,
ওটা তো তাই তোমার সম্পত্তি!


না তোমাকে গোলাপ দিইনি,
দেবো না, রাগ করবে? করো,
গোলাপ তো একদিনে শুঁকিয়ে যায়,
তোমাকে যে আমি তার চেয়ে বেশি কিছু দেব,
যা শুকোবেনা,ভালোবাসা দেব,অনন্ত ভালোবাসা!


না তোমাকে আমি আদর করি না,
কারণ আদর করতে তো একজনকে দরকার,
কিন্তু আমরা দু'জন যে একজনাই,
তোমাকে দিয়েই যে আমি গড়া,
আমার সত্তার প্রতিটি অনু-পরমাণুই যে তুমি,
তুমিই তো আমার অনু,আমার প্রিয় অনু।।