রোদ্দুরের রেলিংয়ে কাপড়ের সারি
চুঁইয়ে পড়া জল বলে সরি সরি
পড়িমরি ছুটে আসে বাতাস
হুতাশ শুকনো পাতা পায়রার দলে
বীবর্ণ নামতার বই উদাসীন
চিল হয়ে উড়ে যায় একফালি স্বস্তি
চুলে বাঁধা তোয়ালেটা খুব আদুরে,
আসিয়া দাঁড়িও হেসে সোনা রোদ্দুরে।


টবটায় কুঁড়ি আজ আসিয়াছে দেখো।