কোলবালিশ জড়িয়ে শুভ ভোরে
কুহুকুহুর উত্তরে সিগারেটের ছাই!


নীল‍রঙা,কখনও বা গোলাপি
হন্তদন্ত খটকা চাপি ভালোথাকার দায়!


জোনাকি হতে বলে জ্ঞানপাপী
দিশেহারিয়ে কাঁপি নোনাধরা আঁধারে!


সাধের ঢেকুর ছিনিমিনি খেলে
মতিভ্রম হলে বলো কে দেখে কারে!


বর্ষণবিধৌত ডাগর ডাঙাপথ
গোঁফের অমত রণনৈপুণ‍্য গেছে খোয়া!


ছায়াপথ নিংড়ে পাওয়া ভাতের ফ‍্যান
আবেগ ব‍্যান,কালপুরুষ যদি করত দোয়া!


জাতে মাতাল তালে ঠিক ইয়ার্কি
জলপেটে কার কী,ওরা ভালো খায় আজ!


হিমশিম সকাল সন্ধ্যা ধুকপুক জুলজুল
ভুলের মাশুল,বিনে মেঘে পড়ে না বাজ!


ঘড়ির কাঁটায় শঙ্খচিল পেঁচা হয়
লুকোচুরির জয় আরও একটা দীর্ঘশ্বাসে!


মরণদশার যা তা কাতুকুতু
মনখারাপ ফালতু,জেগে উঠি বিশ্বাসে!