দুষ্টু মিষ্টু কবিতা,
তুমি আমায় পোষ মানাতে পারলে না,
আমার যে যাযাবর পাড়ায় বাসা।


কে কবে পেটুককে পূজা করে?
আধুনিকতা খাদ্যে নয়;
কে কবে পয়সাওলাকে করেছে সম্মান?
ওসব তো ওপর ওপর!
আজ ঘরে ঘরে যদি দেবদেবীর বদলে
বেশ‍্যাদের ফটো টাঙিয়ে লোকে পূজা করে
তো করুক,আমি ওতে নেই
সেজন্য যদি তুমি আমায় প্রাচীন বলো নন্দিনী
তো বলো না,বারণ তো করছি না
আধুনিকতা শরীর পাল্টানোতে নেই,না নেই।


যদি লোককে দেখানোর জন্য
দামি পোশাক পরতে হয় তো পরো
আমি পরছি না আমায় তাড়িয়ে দিতে পারো
দূর দূর করে কিংবা চড় দুই-তিন কষিয়ে দিয়ে!
যদি আধুনিকতা দেখাতে বাড়িতে কুকুর পুষতে হয়
আর গরীব-দুস্থদের নেড়ি কুত্তা মনে করতে হয়
তবে তুমিই হও আধুনিক
নন্দিনী তুমিই হও সে আধুনিকা !


চাই নে আধুনিক সাজতে
বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে,
চাই নে যৌবনে টেডি নিয়ে পুতুল খেলা
চাই নে ইন্টারনেটে অন‍্যকে দেখে নকল করতে
বা অনেক প্রশংসা পাবার আশায় পা চাটতে
ওসব আধুনিকতা নাকি সময়নষ্ট?
নাকি বুদ্ধিভ্রংশ?
বুঝি না, তুমিই বলে দাও না নন্দিনী।


আধুনিকতা ছিনিয়ে নেওয়াতে নেই নন্দিনী
ছিনিয়ে নিলে পাবে,হ‍্যাঁ পাবে
কিন্তু সাথে সাথে পাবে ঘৃণা অভিশাপ
আরো কত কী,কে জানে!
আধুনিকতা দামি বাড়ি গাড়ি বা হোটেলে থাকে না
আধুনিকতা থাকে মনে,
মনের সম্প্রসারণই আধুনিকতা
এগিয়ে চলাই আধুনিকতা,
পিছিয়ে আসা নয় নন্দিনী,পিছিয়ে আসা নয়।


অন্ন বস্ত্র বাসস্থান সেক্স সবকিছুই দরকার
হ‍্যাঁ মানছি তো,উফফ্,সবকিছুই জোগাড় করো
কিন্তু মানুষ যেমন ওগুলোর পেছনে ছুটেই
সারাটা জীবন পার করে দেয় ওটা করো না তুমি
কারণ জীবণটা যে ওগুলোর বাইরে নন্দিনী
ওগুলো পেয়ে তুমি কি করছো,
আর কেমনে পেয়েছো,সেটাই তো জীবন।


নন্দিনী তুমি খুব স্মার্ট,পোশাকে চলনে বলনে,
আমি একটু আগোছালো,জানো তো;
তবে আমিও স্মার্ট আমার মতন
আমি রাজহংস হতে চাই আর তাই
প্রাচীন কালের থেকেও ভালোটা নিই,
আর ছেঁকে নিই আধুনিকতার ভালোটাও!
নন্দিনী,আবর্জনা আগেও ছিল আজও আছে,
কে চায় বাইরের আবর্জনা ঘরে তুলতে??