ফিরে ফিরে দেখা
দুইজনে একা
চিনচিন ক্ষণেক্ষণ
বোকা বোকা চাহনি
চাহিদার ঋণী
চিরকুটে বিজ্ঞাপন
মুচকি হাসি
পুরনো বাঁশি
জোয়ার ওঠে মনে
একলা রাত
হাতড়ে হাত
জোছনার প্রাঙ্গণে
হে ঠাকুর ভয়
অবশেষে জয়
নৌকার পালে ওড়না
কত সুন্দর
সব ভালো তোর
স্বপ্নরা মেলে ডানা
প্রথম মিষ্টি
ঝিরঝির বৃষ্টি
নতুন পৃথিবীতে বাড়ি
চলতে চলতে
জ্বলে ওঠে শলতে
দাঁড়ি হতে চায় আড়ি
সব শেষ হঠাৎ
গল্পের সাক্ষাৎ
কবিতা আবছায়ায় কাঁদে
সব ভুলভাল
থেমে যায় কাল
পোড়া আবেগের ফাঁদে
সময় গড়ায়
মুছে হায় হায়
যে গেছে সে যাক
নতুন সকালে
নতুন কপালে
জেগে ওঠে পাখির ডাক ।