তোমরা সবাই বড়াই করো, বাড়িয়ে বুকের ছাতি,
ধর্ম ধর্ম করছ সবাই, ধর্ম সে কোন জাতি?
রহিম ছোটে মাঠের পানে, রাম তার খেলার সাথী,
একটু তবে বুঝিয়ে বলো, তাদের শৈশব কোন জাতি?
চাঁদের স্বপ্নে বিভোর হয়ে, জোছনা জেগেছে রাতি,
টগর-কামাল বাসলে ভালো, ভালোবাসা কোন জাতি?
ঝগড়া-বিবাদ শিকেয় তুলে, আমরা আনন্দেতে মাতি,
বুকের মাঝে বিঁধলে ছুড়ি, সেই রক্ত কোন জাতি?
মানবতার অপমান হলে, জ্বালিয়েছি মোমবাতি,
সবার ঘর করছে আলো, সেই সূর্য কোন জাতি?
তোমরা তবু বড়াই করো, বাড়িয়ে বুকের ছাতি,
ধর্ম ধর্ম করছ সবাই, ধর্ম সে কোন জাতি?