রাত্রি সে তো বাহানা কেবল
উদ্দেশ্য তো চাঁদ দেখা,
পূর্ণিমাতে লাভ কি হলো
না যদি হয় জ্যোৎস্নামাখা-
কোন জোয়ারে ভাসলে বলো
হাতে যদি না হয় হাতটি রাখা,
সেই অছিলায় আজকে শুধু
বাঁকা চাঁদের পাকাদেখা।