এপার-ওপার ছিন্ন করে বাঁধন-
সাঁতরে তুই পেরিয়ে গেলি জল,
গভীরতা মাপবি বলে এসে-
ডুব-সাঁতারে পেলি কি তার তল?


ডুব দিয়েছিস আগেও জানি কতো,
ভাসিয়েছিস যেটুকু সম্বল,
ডুবতে না হয় আবার এলি শেষে-
তবু মনের খবর কি বা রাখিস বল?


পাগল হয়ে মন মাঝিটার খোঁজে-
খোয়ালি তোর লোটা কম্বল,
আবার, হাবুডুবু খেলি নিরুদ্দেশে-
বুঝলি কি চাতুরি না ছল?


তর্কেতে না হয় মেনে নিলাম,
মন দরিয়ায় পিরিতি টলমল,
হৃদয়নদের প্রেম জোয়ারে ভেসে-
তবু মনের খবর কি বা পেলি বল?