চারিদিক দেখি        ওরে মোর সখী
        কি আর বলিব তোরে,
সব পরিজন           যে ছিল আপন
        আজি তারা কত দূরে।
আমি দিবানিশি       ভুলিয়া পড়শী
        কাটাইনু কোন মোহে,
শত ধিক মোরে       ভুলি সহোদরে
        পরবাসী নিজ গৃহে।
কালে কালে ক্ষয়     কুল পরিচয়
        ধাইছে কিসের টানে,
কাটাই প্রহর           হইয়া বিভোর
        কাঁদি হাসি অভিমানে।
প্রেমের বাঁধনে          বাঁধিয়া যতনে
        তবু এ নয়ন ভাসে,
কূল ছাপি নদী        গতিহারা যদি
        এ ভরা শ্রাবণ মাসে।।