যে ছেলেটা আদুর গায়ে তারও জুটুক নতুন জামা,
যে বুড়ীটা ঠাণ্ডায় কাঁপে তাকে বাঁচাক সূর্য্যি মামা।
যে মেয়েটা পেটের দায়ে ঘর ছেড়ে রাস্তায় নামে,
মূল্য পাক সবার কাছে আপন ভেবে স্নেহের দামে।
যে ছেলেটা সীমান্ত পারে অনিদ্রায় চোখটি লাল,
তার পরিবার থাকুক ভালো, আসুক এক নতুন সকাল।
যে মেয়েটা খায়নি কিছু, লজ্জা ভুলে হাতটি পাতে,
সেও বাঁচুক সবার মতো ভরপেট দুধ আর ভাতে।
যে লোকটা লাঙল ধরে তারও বাড়ুক গায়ের জোর,
তার ছেলেটা আলে বসে দেখুক এক নতুন ভোর।।