প্রতিদিন-ই সূর্য্য ওঠা, ভোরের আকাশ রঙের ফাগুন,
প্রতিদিন-ই বারুদ বুকে ফুলকি ছোটায় তৃষ্ণা আগুন,
প্রতিদিন-ই জ্যান্ত মিছিল, জবাব চাই জবাব দিন,
প্রতিদিন-ই স্বপ্নে দেখা ইচ্ছেগুলো নিদ্রাহীন,
প্রতিদিন-ই বিপ্লব, কানের পাশে ঠাণ্ডা নল,
প্রতিদিন-ই মারণফাঁদ, ভয়ে শরীর রক্ত জল,
প্রতিদিন-ই তুমি-আমি, আমার চোখে তোমার ছবি,
প্রতিদিন-ই সাম্যবাদী কবিতা বলা হাজার কবি,
প্রতিদিন-ই পড়ে থাকা সস্তা চাদর বালিশ খানা,
প্রতিদিন-ই রাতজাগা চোখ, মত্ত শরীর মেলছে ডানা,
প্রতিদিন-ই নতুন আশা, নতুন সুরে তাধিনধিন,
প্রতিদিন-ই কাকতালীয় প্রতিদিন-ই প্রতিদিন।।