“সাম্যের গান গাই”-
তোমার মেয়েটা গলা জড়িয়ে ধরতো, আমার মেয়েটাও তাই,
কেউ বললো পোশাকটা, ওটাই তো আসল কারণ,
কারো কাছে শরীরটার দোষ, একলা ঘোরা বারণ,
অনেক তো এবার হোলো,
একটু ওদের শিক্ষা দিও, মানুষ হতে বোলো,
তোমরা জানি মিছিলে হাঁটবে, হাতে নিয়ে মোমবাতি,
নিথর শরীরটা জাগবে না আর, ঘুছবে না আধাঁর রাতি,
ফুটফুটে সে জীবনটা আজ গতিহীন ভাবলেশ,
পূর্ণ থেকে শুরু করে কখন শূন্যে হয়েছে শেষ,
তবু এখনো,-
“সাম্যের গান গাই”-
তোমার মেয়েটা কোল জুড়ে আছে, আমার মেয়েটা নাই।।