পাখির সাথে পাখির দেখা সন্ধ্যা নামে,
বিকেল তখন পাশ ফিরেছে অন্য গ্রামে,
ফুলের সাথে গল্প করা প্রজাপতি,
সেই মেয়েটা, কি যেন নাম - সাঁঝবাতি।


সূর্য্য তখন মুখটি লুকায় সীমানাপারে,
একলা বসে মন নেচে যায় পুকুর ধারে,
তখন, অন্য পারে আপন মনে দুষ্টু হাসি,
সেই মেয়েটা, কি যেন নাম - সর্বনাশী।


পড়তে বসে ঘুমের ঘোরে ঢুলতে থাকা,
বইয়ের ফাঁকে সেই চিঠিটা লুকিয়ে রাখা,
কাঁপা হাতে বুলিয়ে দেওয়া পরশখানি,
সেই মেয়েটা, কি যেন নাম - পান্নাচুনী।


ইতিহাসে বাবর যখন যুদ্ধে হারে,
ভূগোলে গোলের মালা গুমরে মরে,
তখন, বাংলা জাগে অভিসারে কাছাকাছি,
সেই মেয়েটা, কি যেন নাম - ভুলে গেছি।


একলা ঘরে ঘুমের সাথে আড্ডা মারা,
চাঁদের হাসি বেপরোয়া, বাঁধনহারা,
স্বপ্ন তখন বাসা খোঁজে আঁধারধামে,
সেই মেয়েটা, নাম দিয়েছি ঘুমের নামে।।