কে আজ কতটা হলো বড়ো,
        খ্যাতি-অখ্যাতির ভ্রুকুটি,
চাওয়া-পাওয়ার দ্বন্দ্ব হলে শেষ,
        হিসাবের খাতা-
        অজস্র কাটাকুটি।
পর্দার আড়ালেতে যারা,
        তাদের বলো দেখলো কি কেউ,
বেলাতটের দূরের কোনো বালু,
        ভাবে বসে ছুঁলো না তো ঢেউ।
ভেসে যাওয়া আগাছা-জঞ্জাল,
        কোথায় যাবে-
        কোথায় তাদের তীর,
হঠাৎ তোমার একলা চলার পথে,
        আগে-পিছে অনেকখানি ভীড়।
ভীড়ের মাঝে আমরা না হয় হলাম,
        নাম জানা বা বেনামি লোক,
শিকড়গুলো আমরা হতেই পারি,
        গাছটা না হয় অন্য কেউ হোক।।