তোমরা তো স্বপ্ন দেখো কতো,
রাত শেষ হয় সোনালি সে ভোরে,
তাকিয়ে দেখো বাস্তব শুধু না,
মানুষগুলোর স্বপ্নও গেছে উড়ে-


তোমরা তবে একটু ভেবে দেখো,
কি পরে, কি বা তারা খায়!
হাত পাততে লজ্জা বড়ো করে,
শুধু চোখদুটো জলে ভিজে যায়-


চালচুলোহীন পথের ধারের শিশু
আপন মনে নুড়ি করছিলো জড়ো,
হঠাৎ দেখি দৌড়ে এসে বলে,
বায়না আর করবো নাকো বড়ো-


মা বললো- কাঁদিস নারে খোকা,
জীবনটা তো অনেকখানি বাকী!
খোলা আকাশে ক’দিন খেলে নে,
আমি না নয় ছায়া হয়ে থাকি-


তারা তো আমাদেরই লোক,
আমাদেরই কোনো বোন-ভাই,
ক্ষতি কি বাড়ালে বলো হাত,
চলো না তবে পথে নেমে যাই-


            *  *  *  *  *


তোমরা তো স্বপ্ন দেখো কতো,
রাত শেষ হয় সোনালি সে ভোরে,
তাকিয়ে দেখো বাস্তব শুধু না,
মানুষগুলোর স্বপ্নও গেছে উড়ে-


চোখের জল লুকিয়ে তবু রেখে,
চেঁচিয়ে বলে, আমরা আছি খাসা!
সত্যি কি তারা স্বপ্ন আজ দেখে?
আজ যে স্বপ্নগুলো দুঃস্বপ্নে ঠাসা!