তোমার ছবি আঁকবো ভেবেছিলাম-
সূর্য্যি যখন যায় পাটে বসে,
মুঠো মুঠো সোনালি রং ছড়িয়ে দেওয়া ঘাসে; মুখটি বেজার করা,
দুটি চোখে স্বপ্নে দেখা রামধনু খোঁজার দামে,
কৃষ্ণকলি কাজল কালো চোখে কখন কাজল আঁধার হয়ে নামে,
ঘরে ফেরা পাখির ডানায় ডানায় দিঘীর জলে কালো প্রতিচ্ছবি,
বেসুরো সেই বাঁশির সুরে সুরে ঘরে ফেরা রাখাল গরুর পিঠে,
বেপরোয়া খেলতে থাকা শিশু শান্ত মনে ঘরের দিকে ছোটে,
আবদার তার মায়ের কোলে বসে গল্প বলো পক্ষীরাজ ঘোড়া,
চাঁদমামা তার ছোট্ট কপালে টিপ দিয়ে যায় মায়ের ছোঁয়ায় মিশে,
চাঁদের আলো ঝর্ণাধারায় মিশে দুকূল তার জোছনাতে ভাসে,
তখন, বাঁশবাগানে ঝিঁঝিঁ পোকার ডাকে আমার চোখে ছোট্ট তোমার ছবি,
তোমার ছবি আঁকবো ভেবেছিলাম-
বারান্দাতে দাঁড়াবে কি এসে?