বহু কাল কোন স্বাদ পাইনা আমি।
বহু কাল শুধু বিস্বাদ এক বেঁচে থাকা।
এক মূহুর্ত থেকে চলে যাওয়া আরেক মুহুর্তে
কোন আস্বাদন ছাড়া।


জানো, আজো স্বীকার করিনি পরাজয়।
জানো, আজো অসাড় জিহ্বার উপর ঢেলে দিই জীবন।
বয়ে যেতে থাকে একে একে শব্দ আমার জঠরে
নিঃসাড় লেলিহান জিহ্বা বেয়ে।


কোথায় থমকে আছে জীবন আজো অহেতুক?
কোথায় সৃষ্টি হয় ইচ্ছা জীবন ক্ষুধার অবর্তমানে?
কেন খুঁড়তে থাকি হৃদয় স্মৃতির ধাতব শব্দের আশায়,
সব আশা ফুরবার পরে?


জানি অস্থির হৃদয়ের উপর অনাস্থা রাখা দরকার।


জানি অসত্য অনাস্থার নেই কোন ভবিষ্যৎ।