আপন যখন পর হয়ে যায়
ভাঙ্গে সুখের ঘর,
নিশ্বাসে বিশ্বাস হারায়
উঠে শুধুই ঝড়...।।
.
ছিঁড়ে যায় ভাইয়ের বাঁধন
ভেঙ্গে বুকের হাঁড়,
পেছন ফিরে চায় না তবু
একটি নজর আর..।।
.
প্রিয়জন দেয় যে ধোঁকা
রক্ত বানায় বোকা,
অতীত কালের স্মৃতির পাতায়
নিরবতায় সবাই স্বার্থপর,
পাহাড় সমান নিরব ব্যাথায়
বুকের মাঝে জেগে ওঠে চর...।।